তেলিয়ামুড়া রেল স্টেশনে কোভিড টেস্ট
আগরতলা, ২৮ মে।। কোভিডের বর্তমান পরিস্থিতি মোকাবিলা করার লক্ষ্যে সরকারি নিয়ম অনুযায়ী খোয়াই জেলার তেলিয়ামুড়া রেলস্টেশনে চলছে যাত্রীদের নিয়মিতভাবে অ্যান্টিজেন টেস্ট। গত ৪মে থেকে ২৪মে পর্যন্ত ১০৯৩ জন যাত্রীর কোভিড টেস্ট করা হয়। এরমধ্যে ১৮ জন যাত্রীর কোভিড পজিটিভ পাওয়া যায়। তাদের মধ্যে ১৫ জনকে হোম আইসোলেশনে এবং ৩ জনকে কোভিড কেয়ার সেন্টারে পাঠানো হয়। হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্তদের স্বাস্থ্যকর্মীগণ নিয়মিত খোঁজখবর রেখে প্রয়োজনীয় ঔষধ প্রদান করছেন। এছাড়াও স্বাস্থ্যকর্মীগণ যাত্রীদের মধ্যে দূরত্ব বজায় রেখে চলাফেরা করা, মাস্ক পরিধান করা, অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া, কিছুক্ষণ পর পর হাত ধোয়া বা স্যানিটাইজ করা ইত্যাদি বিষয়ের উপর সচেতনতামূলক পরামর্শ প্রদান করছেন। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধন দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।