২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ নিয়ে ফিফার বড় ঘোষণা
ওয়েব ডেস্ক, ১৭ জুন।।চলতি বছরের নভেম্বরে শুরু ফুটবল বিশ্বকাপ। আর তারপরই শুরু হয়ে যাবে ২০২৬ সালের বিশ্বকাপের প্রহর গোনার পালা। এরই মধ্যে ২০২৬-এর বিশ্বকাপ কোথায় কোথায় হবে তা জানিয়ে দিল ফিফা। খেলা হবে উত্তর আমেরিকার ১৬টি শহরে, তার মধ্যে ১১টিই মার্কিন যুক্তরাষ্ট্রে। এ ছাড়া মেক্সিকোর তিনটি ও কানাডার দুটি শহরে হবে ছাব্বিশের বিশ্বকাপের ম্যাচগুলি। ২০২৬ সালের বিশ্বকাপই প্রথমবার একযোগে তিনটি দেশ আয়োজনের দায়িত্ব পেয়েছে। দলের সংখ্যাও বেড়ে হবে ৪৮। মার্কিন যুক্তরাষ্ট্রের যে শহরগুলিতে হবে বিশ্বকাপের ম্যাচগুলি সেগুলি হলো- নিউ ইয়র্ক/নিউ জার্সি (মেটলাইফ স্টেডিয়াম), লস অ্যাঞ্জেলেস (SoFi স্টেডিয়াম), ডালাস (এ টি অ্যান্ড টি স্টেডিয়াম), সান ফ্রান্সিসকো বে এরিয়া (Levi's স্টেডিয়াম), মায়ামি (হার্ড রক স্টেডিয়াম), আটলান্টা (মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম), সিটল (লুমেন ফিল্ড), হিউস্টন (এনআরজি স্টেডিয়াম), ফিলাডেলফিয়া (লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ড), কানসাস সিটি, মিসৌরি (অ্যারোহেড স্টেডিয়াম) এবং বস্টন (জিলেট স্টেডিয়াম)। উল্লেখ্য, ১৯৯৪ বিশ্বকাপের ফাইনাল হয়েছিল রোজ বোল (Rose Bowl) স্টেডিয়ামে। সেখানে ২০২৬ সালের বিশ্বকাপের কোনও ম্যাচ হবে না, তার জায়গায় বেছে নেওয়া হয়েছে লস অ্যালেঞ্জেসের সোফি স্টেডিয়ামকে। মেক্সিকো ও কানাডার যে শহরগুলিতে বিশ্বকাপের ম্যাচগুলি হবে সেগুলি হলো- গুয়াদালাজারা (এস্তাদিও আক্রন), মনটেরে (এস্তাদিও বিবিভিএ ব্যানকমার), মেক্সিকো সিটি (এস্তাদিও আজটেকা), টরন্টো (বিএমও ফিল্ড) ও ভাঙ্কুভার (বিসি প্লেস)।