২ শিশু সহ করোনায় আক্রান্ত আরও ১৩
২ শিশু সহ করোনায় আক্রান্ত আরও ১৩

আগরতলা, ৪মে।। আজ আরও দুই শিশু সহ মোট ১৩ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। এনিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯। এরমধ্যে দুইজন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বর্তমানে ২৭ জনের দেহে এই ভাইরাসটি সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী আরও জানান, যে গতকাল যে ১২ জন বি এস এফ জওয়ানের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গিয়েছিল তাদের মধ্যে শারীরিক কোন উপসর্গ নেই এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য আজ জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাদের সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তারা চিকিৎসায় সাড়া দিচ্ছেন। মুখ্যমন্ত্রী তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সংবাদে প্রকাশ, সম্প্রতি বি এস এফের ১৩৮নং ব্যাটেলিয়নের যে দুইজন বি এস এফ জওয়ান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের সংস্পর্শে আসা ৩৪ জনের গতকাল নমুনা পরীক্ষার পর ১২ জন বি এস এফ জওয়ানের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল। এছাড়াও আরও ১৭৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজ রাতে রিপোর্ট আসার পর নতুন করে আরও ১৩ জনের মধ্যে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এদিকে করোনা সম্পর্কিত সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে আমবাসার জওহরনগরস্থিত বি এস এফ প্রধান কার্যালয়, গন্ডাছড়া এডমিনিস্ট্রেটিভ বেস এবং করিনা বি ও পি’র তিন কিলোমিটার ব্যাসার্ধ এলাকাকে কনটেনমেন্ট জোন হিসাবে ধলাই জে়লার জেলাশাসক ঘোষণা করেছেন।

 

আরো পড়ুন

FACEBOOK

Advertisement