আরও ৪৮ জনের দেহে করোনা পসিটিভ : মোট আক্রান্তের সংখ্যা ৬৯৫ : সক্রিয় ৫১৮
আগরতলা, ৫ জুন।। রাজ্যে বর্তমানে সক্রিয় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১৮ জন। আজ রাতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সামাজিক মাধ্যমে জানান যে, আজ মোট ১০২৬ জনের নমুনা পরীক্ষা করার পর ৪৮ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এদের সকলেরই ভ্রমণ ইতিহাস রয়েছে।
এদিকে আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কোভিড-১৯ সংক্রান্ত বিষয় জানাতে গিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানান, গতকালের ২৫ জন করোনা সংক্রমিত রোগীর মধ্যে ৩ জন পশ্চিম জেলার, ১ জন সিপাহীজলা, ১ জন খোয়াই, ৯ জন গোমতী, ৮ জন দক্ষিণ ত্রিপুরার, ১ জন ধলাই জেলার এবং ২ জন উত্তর ত্রিপুরার। শিক্ষামন্ত্রী কোভিড-১৯ সংক্রমণজনিত রাজ্যের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে জানান, রাজ্যে বর্তমানে ফেসিলিটি কোয়ারেন্টাইনে ৮২৯ জন এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১২,৭৮২ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৭৩ জন।