কমনওয়েলথ গেমসে ভারতীয় অ্যাথলেটিক্স দলের নেতৃত্বে নীরজ চোপড়া
কমনওয়েলথ গেমসে ভারতীয় অ্যাথলেটিক্স দলের নেতৃত্বে নীরজ চোপড়া

ওয়েব ডেস্ক, ১৭ জুন।। কমনওয়েলথ গেমস শুরু হচ্ছে আগামী মাসেই। তার আগে ঘোষণা করা হলো ভারতের অ্যাথলেটিক্স দল। অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া নেতৃত্ব দেবেন ৩৭ সদস্যের অ্যাথলেটিক্স দলকে। তার মধ্যে ১৮ জনই মহিলা। নীরজ ছাড়াও কমনওয়েলথ গেমসে দেখা যাবে দ্যুতি চাঁদ ও হিমা দাসকে। সম্প্রতি অলিম্পিকে নিজের রেকর্ডটিও ভেঙে দিয়েছেন নীরজ চোপড়া। ফলে জ্যাভলিনে তিনি পদক এনে দেবেন বলেই আশা করা হচ্ছে। মহিলাদের ফোর ইনটু হান্ড্রেড মিটার রিলে দলে রয়েছেন হিমা ও দ্যুতি। পুরুষদের ফোর ইনটু ফোর হান্ড্রেড মিটার রিলে দল ঘোষণা করা হয়েছে। এই দলে রয়েছেন অবিনাশ সাবলে যিনি সম্প্রতি ৩ হাজার মিটার স্টিপলচেজে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন, নিজের রেকর্ড এই নিয়ে অষ্টমবার ভেঙে। কমনওয়েলথ গেমসের ঘোষিত দলে রয়েছেন জ্যোতি ইয়ারাজ্জি, এই মহিলা অ্যাথলিট ১০০ মিটার হার্ডলসে গত মাসে দুবার নিজের জাতীয় রেকর্ড ভেঙেছেন। সম্প্রতি চেন্নাইয়ে জাতীয় আন্তঃ রাজ্য চ্যাম্পিয়নশিপে ট্রিপল জাম্পে জাতীয় রেকর্ড গড়া ঐশ্বর্য বাবুও কমনওয়েলথ গেমসে অংশ নেবেন।

আরো পড়ুন

FACEBOOK

Advertisement