লোকসভা নির্বাচন : টোল ফ্রি কন্ট্রোল রুম
লোকসভা নির্বাচন : টোল ফ্রি কন্ট্রোল রুম

আগরতলা, ২২ মার্চ।। আসন্ন লোকসভা নির্বাচন সংক্রান্ত ব্যয় ও নির্বাচনী বিধিনিষেধ সম্পর্কে জনসাধারণের অভিযোগ গ্রহণের জন্য ১-পশ্চিম ত্রিপুরা সংসদীয় নির্বাচন ক্ষেত্রের রিটার্নিং অফিসার একটি টোল ফ্রি কন্ট্রোল রুম (কল সেন্টার) খুলেছেন। এই কল সেন্টার দিনরাত চব্বিশ ঘন্টা খোলা থাকবে। এই টোল ফ্রি কন্ট্রোল রুমের ফোন নং হচ্ছে ১০৭৭। পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন ক্ষেত্রের রিটার্নিং অফিসার তথা পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড. মাহাত্মে সন্দীপ এন এই তথ্য জানিয়েছেন। 

আরো পড়ুন

FACEBOOK

Advertisement