খার্চি : চতুর্থ দিনে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান
খার্চি : চতুর্থ দিনে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

আগরতলা, ১৩ জুলাই।। ঐতিহ্যবাহী খার্চি উৎসবের চতুর্থ দিনে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং খার্চিমেলা কমিটির যৌথ উদ্যোগে কৃষ্ণমালা মঞ্চে আয়োজিত আজ সকালের সাংস্কৃতিক অনুষ্ঠানে দুর্গাচৌধুরী পাড়া হেমন্ত স্মৃতি বিদ্যালয়ের শিল্পীরা সমবেত সংগীত পরিবেশন করে। মেখলীপাড়া লোকরঞ্জন শাখার শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। মান্দাই সংহতি বিদ্যামন্দির ও জিরানীয়া বীরেন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিল্পীরা সমবেত নৃত্য পরিবেশন করে। রাণীরবাজার সাংস্কৃতিক শাখার শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। উপজাতি বাদ্যযন্ত্র বাদন অনুষ্ঠানে সুরেন্দ্র দেববর্মা ‘চম্প্রেং’, স্বপন দেববর্মা ‘দাংদু’ এবং সন্তোষ দেববর্মা ‘সুমুই’ বাদনে অংশগ্রহণ করেন। নারায়ণ নম: ও তার দল ‘কাউয়ালী’ সংগীত পরিবেশন করেন। নিরঞ্জন সরকারের শ্যামসুন্দর ওপেরা (ক্যাম্পের বাজার) যাত্রানুষ্ঠান ‘নৌকাবিলাস’ পরিবেশন করে। এদিকে হাবেলি মুক্তমঞ্চে আয়োজিত শিশু উৎসবেও বিভিন্ন বিদ্যালয় ও সাংস্কৃতিক সংস্থার শতাধিক শিশু শিল্পী সমবেত সংগীত ও নৃত্য পরিবেশন করে। অগণিত দর্শনার্থী এই অনুষ্ঠানগুলি উপভোগ করে। 

আরো পড়ুন

FACEBOOK

Advertisement