অরুণ জেটলির নামে ফিরোজ শাহ কোটলা
ওয়েব ডেস্ক,
২৮ আগষ্ট।। প্রয়াত দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে সম্মান
জানাতে তাঁর নামে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামকরণ হতে চলেছে। দিল্লি ও
ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ডিডিসিএ-র এই সিদ্ধান্তের প্রশংসায় দেশের সব
মহল।
দীর্ঘদিন
দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন প্রয়াত দেশের প্রাক্তন
কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর কার্যকালেই বীরেন্দ্র শেহবাগ, গৌতম
গম্ভীর, আকাশ চোপড়া, আশিষ নেহেরাদের
মতো ভারতীয় তারকারা প্রস্ফুটিত হন। বিরাট কোহলি, শিখর
ধাওয়ানদের মতো ক্রিকেট আইকনরাও অরুণ জেটলির ছত্রছায়ায় বেড়ে ওঠেন।
প্রয়াত
প্রাক্তন সভাপতি অরুণ জেটলিকে সম্মান জানাতে তাঁরই নামে ফিরোজ শাহ কোটলা
স্টেডিয়ামের নামকরণ করতে চলেছে দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন। এক
টুইট বার্তায় তারা জানিয়েছে, ১২ সেপ্টেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীর
এই ক্রিকেট স্টেডিয়ামের নতুন নামকরণ করা হবে।
ভারতীয়
ক্রিকেট বোর্ড বা বিসিসিআই-র কার্যনির্বাহী সভাপতি সিকে খান্না ডিডিসিএ-র এই
সিদ্ধান্তের প্রশংসা করেন।
দেশের প্রয়াত
প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির নামে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামকরণ হতে
চলায় খুশি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজিজু। তাঁর কথায়, দিল্লি
ও ভারতীয় ক্রিকেটের সঙ্গে অঙ্গাঅঙ্গি ভাবে যুক্ত ছিলেন অরুণ জেটলি। তাই ডিডিসিএ
সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেই মনে করেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী।
অরুণ জেটলির
হাতে গড়া দিল্লির যমুনা স্পোর্টস কমপ্লক্সের নাম প্রয়াত বিজেপি নেতার নামে
চিহ্নিত হোক বলে আবেদন জানিয়ে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে চিঠি লিখেছিলেন
প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। সেই তিনিই ডিডিসিএ-র
সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।