মোদী ক্যাবিনেটের সিদ্ধান্ত : দেশে হবে নতুন ৭৫ টি মেডিকেল কলেজ !
ওয়েব ডেস্ক, ২৮ আগষ্ট।। অর্থনীতি সংক্রান্ত
ক্যাবিনেট কমিটি এদিন দেশে আরও ৭৫ টি মেডিকেল কলেজ তৈরির জন্য অনুমোদন দিয়েছে।
২০২১-২২ সালে এগুলি স্থাপন করা হবে। জেলা কিংবা রেফারেল হাসপাতালগুলিকে পরিবর্তন
করেই তা করা হবে। কেন্দ্রের এই সিদ্ধান্তে
দেশে চিকিৎসকের সংখ্যা বাড়বে। সরকারি ক্ষেত্রে টার্শিয়ারি কেয়ারে উন্নতি হবে।
জেলা হাসপাতালগুলির বর্তমান পরিকাঠামোকে ব্যবহার করেই দেশে সাধ্যের মধ্যে চিকিৎসা
পরিষেবা পৌঁছে দেওয়া হবে। যেসব জেলা হাসপাতাল ২০০ বেডের,
আর যেখানে কোনও মেডিকেল কলেজ নেই, সেই সমস্ত
জায়গায় এই মেডিকেল কলেজগুলি স্থাপন করা হবে। তবে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে
যেসব জেলা হাসপাতালগুলি ৩০০ বেডের, সেগুলিকে। দেশে চিকিৎসা
পরিকাঠামোকে আরও বাড়াতে প্রথম ফেজে সরকার ৫৮ টি মেডিকেল কলেজ তৈরিতে অনুমোদন
দিয়েছিল। জেলা কিংবা রেফারেল হাসপাতালগুলিকেই মেডিকেল কলেজে পরিবর্তিত করা হয়েছে
কিংবা কাজ চলছে। দ্বিতীয় ফেজে অনুমোদন দেওয়া ২৪টি। ফেজ ওয়ানে ৩৯ টি মেডিকেল কলেজ
ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। বাকি ১৯টি ২০২০-২১ সালে কাজ শুরু করবে।