বাধারঘাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন : বিজ্ঞপ্তি জারী
বাধারঘাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন : বিজ্ঞপ্তি জারী

আগরতলা, ২৯ আগষ্ট।। ১৪-বাধারঘাট (এস সি) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজ্ঞপ্তি গতকাল জারী করা হয়েছে। গতকাল অবশ্য কোন মনোনয়নপত্র জমা পড়েনি। মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন ৪ সেপ্টেম্বর, ২০১৯। মনোনয়নপত্র পরীক্ষা করা হবে ৫ সেপ্টেম্বর, ২০১৯। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৭ সেপ্টেম্বর, ২০১৯। গতকাল বিকালে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ে আহূত এক সাংবাদিক সম্মেলনে পশ্চিম জেলার অতিরিক্ত জেলাশাসক তথা এই আসনের রিটার্নিং অফিসার তরুণ দেববর্মা জানান, নির্বাচনকে সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে এদিন তিনি তার অফিস কক্ষে এক সর্বদলীয় বৈঠক করেন। বৈঠকে নির্বাচনী আচরণবিধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

আরো পড়ুন

FACEBOOK

Advertisement