পদ্মবিলে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় ৫৬৪ জনের নাম নথীভুক্ত
পদ্মবিলে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় ৫৬৪ জনের নাম নথীভুক্ত

খোয়াই, ২৯ আগষ্ট।। পদ্মবিল ব্লক এলাকায় চলতি অর্থ বছরে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় ৫৬৪ জনের নাম নথিভুক্ত করা হয়েছে। গর্ভবতী ও প্রসূতি মায়েদের এবং নবজাতক শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে সচেতন করাই হল যোজনার মূল উদ্দেশ্য। এই যোজনার প্রত্যেক সুবিধাভোগীকে তিনটি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়। পদ্মবিল শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকের কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে। 

আরো পড়ুন

FACEBOOK

Advertisement