কোভিড-১৯ যোদ্ধাদের ধন্যবাদ জানাতে রবিবার হাসপাতালে পাপড়ি বর্ষণ করবে সেনা
ওয়েব
ডেস্ক, ১ মে।। কোভিড-১৯ যোদ্ধাদের ধন্যবাদ জানাতে রবিবার
দেশের হাসপাতালগুলির উপরে আকাশপথ থেকে পাপড়ি বর্ষণ করবে সেনা। আলোকসজ্জায় সজ্জিত করা হবে জাহাজগুলিকে। চিকিৎসক, স্বাস্থ্য
কর্মী ও অন্যান্য করোনা-যোদ্ধাদের শ্রদ্ধা জানাতেই এমন করা হবে বলে শুক্রবার
সন্ধ্যায় জানিয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। তাঁর সঙ্গে ছিলেন তিন সেনাপ্রধান। দেশব্যাপী
লকডাউন দু'সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে, স্বরাষ্ট্র
মন্ত্রক এই ঘোষণা করার ঠিক আগে এই ঘোষণাটি করেন বিপিন রাওয়াত। জেনারেল বিপিন
রাওয়াত জানান, ‘‘আমরা আমাদের কৃতজ্ঞতা জানাতে চাই প্রত্যেক
করোনা যোদ্ধা এবং দেশের সমস্ত নাগরিককে। ৩ মে সেনাবাহিনীর তিন শাখার তরফ থেকে
বিশেষ সম্মান প্রদর্শন করা হবে।'' তিনি আরও বলেন, ‘‘দেশ একত্রে সংঘবদ্ধ হয়েছে। এই সঙ্কট থেকে বেরিয়ে আসার সংকল্প দেখিয়েছে।
আমাদের দেশে, সকলেই জানেন দেশের বিষয়ে সকলকে সংঘবদ্ধ হতে হয়।''
এই বিশেষ সম্মান
প্রদর্শনের অন্যতম হল বায়ুসেনার ‘ফ্লাই পাস্ট'। আকাশপথে কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং উত্তর-পূর্বের অসম থেকে গুজরাতের
কচ্ছ পর্যন্ত পাড়ি দেওয়া। এদিকে নৌবাহিনী জাহাজগুলিকে আলোকসজ্জায় সজ্জিত করবে
ভারতীয় উপকূলে। এমনটাই জানিয়েছেন জেনারেল বিপিন রাওয়াত। এছাড়াও হেলিকপ্টারে
হাসপাতালগুলির উপরে ফুলের পাঁপড়ি বর্ষণ করা হবে। হাসপাতালের বাইরে সেনাবাহিনীর
তরফে ব্যান্ড বাজানো হবে অধিকাংশ জেলার হাসপাতালের সামনে। এই প্রথম সরকার সৃষ্ট
নতুন পদ চিফ অফ ডিফেন্স স্টাফ এবং তিন শাখার সেনাপ্রধানকে একসঙ্গে সাংবাদিক
সম্মেলনে কথা বলতে দেখা গেল।