মাধ্যমিক : প্রথম দিন শান্তিপূর্ণ
আগরতলা, ২ মার্চ।। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৯ সালের নতুন
সিলেবাসের মাধ্যমিক ও মাদ্রাসা আলিম পরীক্ষার প্রথম দিনে আজ ছিল ইংরেজি বিষয়ের
পরীক্ষা। পুরাতন সিলেবাসের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে আজ ছিল বাংলা, ইংরেজি,
হিন্দি, ককবরক এবং মিজো বিষয়ের পরীক্ষা এবং পুরাতন সিলেবাসের মাদ্রাসা আলিম
পরীক্ষার প্রথম দিনে আজ ছিল বাংলা বিষয়ের পরীক্ষা। রাজ্যের মোট ৭৬টি (উপকেন্দ্র
সহ ১৫১টি) মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের মধ্যে সকল পরীক্ষা কেন্দ্রের অবস্থা
শান্তিপূর্ণ ছিল। আজকের এই পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য কোন ছাত্র বা
ছাত্রীকে বহিষ্কার করার সংবাদ পাওয়া যায়নি। আজকের এই পরীক্ষায় পর্ষদ সভাপতি
জিরানীয়া কেন্দ্র ও তার কয়েকটি উপ কেন্দ্র, জম্পুইজলা কেন্দ্র ও তার কয়েকটি
উপকেন্দ্র এবং রানিরগাঁও পরীক্ষাকেন্দ্রগুলি পরিদর্শন করেন। পর্ষদ সচিব বোধজং
বয়েজ উচ্চতর বিদ্যালয়, প্রাচ্যভারতী উচ্চতর বিদ্যালয়, প্রগতি বিদ্যাভবন এবং পর্ষদ
উপসচিব মোহনপুর উচ্চতর বিদ্যালয় ও কামালঘাট উচ্চতর বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রগুলি
পরিদর্শন করেন।