সোনামুড়ায় ৮০২৭ জন ইটভাট্টা শ্রমিককে সহায়তা
সোনামুড়া, ২ মে।। করোনা ভাইরাসের জন্য লকডাউনের
পরিপ্রেক্ষিতে সোনামুড়া মহকুমায় ২৫টি ইটভাট্টাতে ৪ হাজার ২৭ জন শ্রমিককে নগদ ১
হাজার টাকা করে দেওয়া হয়। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী চাল, ডাল, আটা, ভোজ্যতেল,
সাবান, চিড়া, আলু, পেঁয়াজ প্রভৃতি ক্রয় করার জন্য মাথাপিছু প্রতিদিন ৩১.৯০ টাকা
করে দেওয়া হচ্ছে ৪ হাজার ২৭ জনকে। মোট ব্যয় হবে ৬৬ লক্ষ ১ হাজার ৪০০ টাকা।
সোনামুড়া মহকুমা শাসক এই তথ্য জানিয়েছেন।