বর্হিরাজ্যে আটকে থাকা ৪৩৪৭ জনকে সরকার সহায়তা দিয়েছে : শিক্ষামন্ত্রী
আগরতলা, ২ মে।।
শিক্ষামন্ত্রী রতনলাল নাথ গতকাল সচিবালয়ে তাঁর অফিস কক্ষে আয়োজিত সাংবাদিক
সম্মেলনে করোনা উদ্ভূত পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য জানান। তিনি জানান, রাজ্যে আজ
পর্যন্ত ফেসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছেন ১১৫ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৬৫
জন। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৯৬৫ জনের। এর মধ্যে নমুনা পরীক্ষা করা
হয়েছে ৪ হাজার ৮২৮ জনের। তাতে ২ জনের পজিটিভ যারা বর্তমানে সুস্থ। তাছাড়া
বর্হিরাজ্যের ১ জন অ্যাম্বুলেন্স চালকের পজিটিভ পাওয়া যায়। তিনি বর্তমানে
পশ্চিমবঙ্গে চিকিৎসাধীন রয়েছে। বাকী সবগুলিই নেগেটিভ এসেছে। শ্রীনাথ জানান, এদিন
সন্ধ্যায় চুড়াইবাড়ি সীমান্ত দিয়ে ৪০১ জন রাজ্যে এসেছেন। তিনি জানান, চুড়াইবাড়ি
চেকপোস্ট দিয়ে যারাই রাজ্যে আসবেন তাদের তত্ত্বাবধানে রাখার জন্য স্ট্যান্ডার্ড
অপারেটিং প্রসিডিউর অনুসরণ করা হচ্ছে। মন্ত্রী শ্রীনাথ জানান, ৪০১ জনের মধ্যে
হটস্পট এলাকা থেকে ১১ জন এসেছেন, এদের মধ্যে ৬ জন লরীর চালক। তাদেরকে চুড়াইবাড়িতে
ফেসিলিটি কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের সহ মোট ৫১ জনের কোভিড-১৯ পরীক্ষা
করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। মন্ত্রী শ্রীনাথ জানান, উত্তর ত্রিপুরা ও
ঊনকোটি জেলার বিভিন্ন ছাত্রাবাসে বর্তমানে ৬৩৬ জনকে ফেসিলিটি কোয়ারেন্টাইনে
রাখার ব্যবস্থা রয়েছে। এছাড়াও তিনি জানান, রাজ্যের যারা বর্হিরাজ্যে রয়েছেন তাদের
মধ্যে থেকে ৬০০০ জন আর্থিক সাহায্য চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন। রাজ্য
সরকার ৪৩৪৭ জনকে সহায়তা দিয়েছে। খরচ হয়েছে ১ কোটি ৫৭ লক্ষ টাকা। আরও ১০০০টি আবেদন
প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে তিনি জানান। এছাড়াও ৪২৭০ জন ইন্টার স্টেট মুভমেন্ট পাস
পাবার আবেদন জানিয়েছেন। শিক্ষামন্ত্রী জানান, গতকাল আই জি এম হাসপাতালে ও পি ডিতে
৯৫৭ জন, টি এম সিতে ৩১৪ জন, এ জি এম সিতে ৬৩২ জন এবং আই এল এস-এ ৭ জন রোগী ও পি ডিতে
চিকিৎসা পরিষেবা নিয়েছেন।