রাজ্যে আরও ২ জন করোনা ভাইরাস সংক্রমিত রোগী সনাক্ত হয়েছে : শিক্ষামন্ত্রী
আগরতলা, ২ মে।। রাজ্যে
আরও ২ জন করোনা ভাইরাস সংক্রমিত রোগী সনাক্ত হয়েছে। আজ মহাকরণের প্রেস কনফারেন্স
হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এই সংবাদ জানিয়েছেন।
তিনি জানান, ধলাই জেলার জওহরনগরে ১৩৮ নং ব্যাটেলিয়ানে কর্মরত ২ জন বি এস এফ
জওয়ানের দেহে করোনা ভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। এদের মধ্যে একজন হলেন বি এস এফের
১৩৮নং ব্যাটেলিয়ানের হেড কনস্টেবল এবং অপরজন ঐ ব্যাটেলিয়ানের কনস্টেবল।
শিক্ষামন্ত্রী জানান, করোনা আক্রান্ত বি এস এফের হেড কনস্টেবল গত ১১ মার্চ আসামের
শিবসাগর থেকে আমবাসা আসেন। ২২ এপ্রিল পর্যন্ত তিনি জওহরনগরের হেড কোয়ার্টারে
ছিলেন। ২২ এপ্রিল সকালে তিনি গন্ডাছড়ার করিনা বি ও পিতে গিয়েছিলেন। সেখানে তিনি ২৫
এপ্রিল পর্যন্ত ছিলেন। ২৬ এপ্রিল তিনি পেটব্যাথা নিয়ে ধলাই হাসপাতালে ভর্তি হন।
ধলাই হাসপাতালে তিনি ১ মে পর্যন্ত ছিলেন। ১মে রাতে জিবিতে রেফার করা হলে তাকে ফ্লু
ক্লিনিকে পর্যবেক্ষণে রাখা হয়। করোনা আক্রান্ত আপর বি এস এফ কনস্টেবল জওয়ানকে
ঐদিন রাতে ধলাই জেলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে পাঠানো হয়। আজ সকালে উভয়
জওয়ানের নমুনা সংগ্রহ করা হয়। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ২ জন জওয়ানের সংস্পর্শে
আসা করিনা বি ও পি এবং ক্যাম্প সহ মোট ৬৮ জনকে চিহ্নিত করা হয়েছে এবং নমুনা
সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদের ট্র্যাকিং এর কাজ চলছে।