গ্রামীণ মানুষের আর্থিক অবস্থার উন্নয়নে এম জি এন রেগার কাজ শুরু করা হয়েছে : উপমুখ্যমন্ত্রী
গ্রামীণ মানুষের আর্থিক অবস্থার উন্নয়নে এম জি এন রেগার কাজ শুরু করা হয়েছে : উপমুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ মে।। আজ জিরানীয়া ব্লকের ৩০০টি দু:স্থ পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করা হয়। বড়জলা বীণাপানি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা এই খাদ্য সামগ্রী পরিবারগুলির হাতে তুলে দেন। মজলিশপুর মন্ডলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, করোনা ভাইরাসের জন্য লকডাউনের কারণে রাজ্যের গ্রামীণ মানুষের আর্থিক অবস্থা কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে। রাজ্য সরকার সেই দিকে লক্ষ্য রেখেই গ্রামীণ মানুষের আর্থিক অবস্থার উন্নয়নে এম জি এন রেগায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের প্রতিটি গ্রামেই সেই কাজ চলছে। তিনি বলেন, সবাই যেন নিয়ম মেনে মাস্ক পড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজে অংশগ্রহণ করেন। এ রোগের হাত থেকে নিজেকে বাঁচাতে গেলে সতর্কতাগুলি মেনে চলতে হবে। অনুষ্ঠান শেষে তিনি বড়জলা বীণাপানি ভিলেজের রেগার কাজ পরিদর্শন করেন এবং রেগা শ্রমিকদের হাতে মাস্ক তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত চৌধুরী, জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মঞ্জু দাস, ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ এবং বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক। 

আরো পড়ুন

FACEBOOK

Advertisement