রাজ্যে আরও ১২ জওয়ান করোনায় আক্রান্ত
রাজ্যে আরও ১২ জওয়ান করোনায় আক্রান্ত

আগরতলা, মে।। একই সাথে রাজ্যে আরও ২ জন জওয়ান করোনা ভাইরাস সংক্রমিত হবার খবর পাওয়া গেছে। এনিয়ে মোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬। এরমধ্যে দুইজন চিকিৎসার পর সুস্থ হয়ে ফিরেছেন। বর্তমানে ১৪ জনের শরীরে এই মারণ ভাইরাস বর্তমান রয়েছে। গতকাল, ধলাই জেলার জওহরনগরে ১৩৮ নং ব্যাটেলিয়ানে কর্মরত ২ জন বি এস এফ জওয়ানের দেহে করোনা ভাইরাস সংক্রমণ পাওয়া গিয়েছিল। এদের মধ্যে একজন হলেন বি এস এফের ১৩৮নং ব্যাটেলিয়ানের হেড কনস্টেবল এবং অপরজন ঐ ব্যাটেলিয়ানের কনস্টেবল। এরপর স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ২ জওয়ানের সংস্পর্শে আসা মোট ৬৮ জনকে চিহ্নিত করে তাদের নমুনা সংগ্রহ করে আজ আরও ১২ জনের মধ্যে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। নতুন করে আক্রান্ত ১২ জনই ১৩৮ নং ব্যাটেলিয়ানে কর্মরত বি এস এফ জওয়ান। 

আরো পড়ুন

FACEBOOK

Advertisement