ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৫০,০০০ পেরলো, ৩ দিনে আক্রান্ত ১০,০০০
ওয়েবডেস্ক, ৬মে।। বুধবার দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা
৫০,০০০ পেরলো,
চারমাস আগে প্রথম কেরলে করোনা আক্রান্তের সন্ধান মিলেছিল। গত
তিনদিনের ব্যবধানে দেশে প্রায় ১০,০০০ জনের শরীরে করোনা
সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে। এখন দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫২,৩৪০ জন, বেশিরভাগ আক্রান্তই মহারাষ্ট্রের বাসিন্দা।
এখনও পর্যন্ত সারা দেশে ১৪,৯১১ জন মানুষ আরোগ্যলাভ করেছেন
এবং ১,৭৬৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে মহারাষ্ট্রে করোনা
ভাইরাস আক্রান্তের সংখ্যা ১৬,৭৫৮ জন, তারমধ্যে
বুধবারই ১,২৩৩ জন আক্রান্তের সন্ধান মিলেছে। মহারাষ্ট্রে মোট
আক্রান্তের মধ্যে বেশিরভাগ মুম্বইয়ের বাসিন্দা।
দেশে করোনা আক্রান্তের মধ্যে দ্বিতীয়স্থানে
রয়েছে গুজরাট,
সেরাজ্যে আক্রান্তের সংখ্যা ৬৬২৫, তারপরেই
রয়েছে রাজধানী দিল্লি, সেখানে আক্রান্ত ৫,১০৪ জন। দিল্লির পরেই রয়েছে তামিলনাড়ু, যেখানে
আক্রান্তের সংখ্যা ৪,৮২৯।
গত ডিসেম্বরে চিনের উহান শহরে ছড়িয়ে পড়ে এই
মারণ ভাইরাস,
মার্চে তা অতিমারীর আকার নেয় এবং জানুয়ারিতে ভারতে আসে। ৩০ জানুয়ারি
কেরলে প্রথম করোনা আক্রান্তের সন্ধান মেলে। আক্রান্ত পড়ুয়া উহান বিশ্ববিদ্যালয়ের
পড়ুয়া ছিলেন। মার্চে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে, ২৫ মার্চ কেন্দ্রের তরফে লকডাউন জারির আগেই একের পর এক রাজ্য লকডাউনের
ঘোষণা করে।