প্রাইভেট ক্লিনিক ও চেম্বার পুনরায় চালু : বিজ্ঞপ্তি
আগরতলা, ৬ মে।। রাজ্যে
কোভিড-১৯ জনিত পরিস্থিতিতে লকডাউন ঘোষণার ভিত্তিতে ২৫ মার্চ থেকে সমস্ত প্রাইভেট
ক্লিনিক ও চেম্বার বন্ধের ঘোষণা হয়ে যায়, যার ফলে রোগীদের স্বাস্থ্য পরীক্ষায় অসুবিধের
সম্মুখীন হতে হয়। বর্তমানে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের কোভিড-১৯
সংক্রান্ত সর্বশেষ গাইডলাইন (ক্রমিক নং-২০) অনুসারে জরুরী ভিত্তিক পরিষেবা চালু করার
কথা বলা হয়েছে, যাতে অন্যান্য রোগে সংক্রমণ
ও মৃত্যুর হার হ্রাসে গুরুত্ব আরোপ করা হয়েছে। এই বিষয়টিকে বিবেচনায় রেখে প্রাইভেট
ক্লিনিক ও চেম্বারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক দূরত্ব, মাস্ক পরিধান এবং
ওই স্থানে প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলার সাপেক্ষে সেগুলো পুনরায় চালু করার অনুরোধ
জানানো যাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে আজ এক প্রেস
বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে।