সংখ্যা বেড়ে ৬৪ : উত্তর-পূর্ব ভারতে করোনা আক্রান্তে শীর্ষে ত্রিপুরা
আগরতলা, ৬মে।। আজ আরও ২২ জন করোনা ভাইরাস
সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এরা সকলেই আমবাসার জওহরনগরস্থিত বি এস এফ ক্যাম্পের।
এদের মধ্যে ১৮ জন পুরুষ, ১ জন মহিলা সহ ৩ জন শিশুও রয়েছে। এনিয়ে
বর্তমানে রাজ্যে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৪ জন। এর মধ্যে
সক্রিয় করোনা আক্রান্ত ৬২ জন। আজ রাতে মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব
সামাজিক মাধ্যমে এই সংবাদ জানান।
এদিকে রাজ্যে কোভিড-১৯ জনিত উদ্ভুত পরিস্থিতির
ফলে সারা দেশের মধ্যে করোনা আক্রান্তের তালিকায় ত্রিপুরার
স্থান ২০ তম রাজ্য । দেশে করোনা আক্রান্তের মধ্যে প্রথম স্থানে
রয়েছে মহারাষ্ট্র তারপর দ্বিতীয়স্থানে রয়েছে গুজরাট, তারপরেই রয়েছে রাজধানী
দিল্লি। ক্রম তালিকার ২০ নম্বরে রয়েছে ত্রিপুরা। সেই সাথে উত্তর-পূর্ব
ভারতের মধ্যে করোনা আক্রান্তে শীর্ষে ত্রিপুরা। ত্রিপুরার পরই দ্বিতীয় স্থানে
রয়েছে আসাম। আসামে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৪৬ জন। যার মধ্যে সক্রিয় রয়েছে
১০ জন, সুস্থ হয়েছেন ৩৫ জন, আর মৃত্যু হয়েছে ১ জনের। তৃতীয় স্থানে মেঘালয়। মোট
আক্রান্তের সংখ্যা ১২ জন, একটিভ ১ জন, মৃত্যু ১ জন, সুস্থ হয়েছেন ১০ জন। এরপর
মণিপুরে আক্রান্তের সংখ্যা ২, সুস্থ হয়েছেন ২ জনই। অরুণাচল প্রদেশ ও মিজোরামে
আক্রান্তের সংখ্যা ১ জন করে, সুস্থ হয়েছেন ২ জনই। নাগাল্যান্ড ও সিকিম রাজ্য
করোনামুক্ত হিসেবে চিহ্নত রয়েছে।