উদ্বেগ বাড়িয়ে আরও ২৪ বি এস এফ জওয়ান করোনায় আক্রান্ত
উদ্বেগ বাড়িয়ে আরও ২৪ বি এস এফ জওয়ান করোনায় আক্রান্ত

আগরতলা, মে, ২০২০।। আমবাসাস্থিত বি এস এফের ৮৬নং ব্যাটেলিয়ানের ২৪ জন জওয়ানের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এনিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৮ জন। যার মধ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮৬ জন। ২ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। আজ রাত ১০.৩০টা নাগাদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সামাজিক মাধ্যমে এই সংবাদ জানিয়েছেন।

এদিকে আজ মহাকরণের প্রেস কনফারেন্স হলে আয়োজত সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত মুখ্যসচিব এস কে রাকেশ জানান, আমবাসাস্থিত বি এস এফের ১৩৮নং ব্যাটেলিয়ানের ক্যাম্পে ৮৬নং ব্যাটেলিয়ানেরও হেড কোয়ার্টার রয়েছে। ৮৬নং ব্যাটেলিয়ানে মোট ২০৯ জন বি এস এফ জওয়ান রয়েছেন। এর মধ্যে ১১১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এতে প্রত্যেকেই নেগেটিভ রিপোর্ট এসেছে। ৮৬নং ব্যাটেলিয়ানের জওয়ানদের পরিবারের সদস্যা সংখ্যা রয়েছে ১০৪ জন। তাদের নমুনাও সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, আজ মোট ৬৭৩ জনের নমুনা পরীক্ষা চলছে। তার মধ্যে বি এস এফের ১৩৮নং, ৮৬নং ব্যাটেলিয়ানের জওয়ান সহ সাধারণ নাগরিক রয়েছেন।

রাতে মাননীয় মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে ঘোষণা দেন যে ৮৬নং ব্যাটেলিয়ানের ২৪ জন বি এস এফ জওয়ানের দেহে করোনার সংক্রমণের হদিস পাওয়া গেছে। তবে সাধারণ মানুষের মধ্যে কোন ধরণের করোনা আক্রান্তের ঘটনা ঘটেনি। 

আরো পড়ুন

FACEBOOK

Advertisement