"আমি সম্পূর্ণ সুস্থ", সমালোচকদের বার্তা অমিত শাহের
ওয়েব ডেস্ক, ৯ মে।। গুঞ্জন ছিল এত বড় সঙ্কটকালে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
কোথায়? উনি কি অসুস্থ? কোনওভাবে অসুস্থ? সেই সব প্রশ্নের জবাব দিতে শনিবার টুইটারে
সরব হলেন অমিত শাহ। আমি পুরোপুরি সুস্থ এবং কোনও রোগে সংক্রমিত নই। এভাবেই টুইট
করেন তিনি। তিনি স্পষ্ট করেন, "আমি সম্পূর্ণ সুস্থ এবং কোনও রোগে আক্রান্ত
নই। গত কয়েকদিন ধরে আমার নজরে পড়েছে কিছু মানুষ আমার স্বাস্থ্য নিয়ে গুজব
ছড়াচ্ছেন। অনেকে আমার মৃত্যুও কামনা করেছেন। আমি বলতে চাই কারও ভগ্ন স্বাস্থ্য নিয়ে
গুজব রটলে তাঁর আয়ু আরও দীর্ঘায়িত হয়।" এমন রসিকতা করতেও দেখা গিয়েছে টুইটারে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে
খবর সম্প্রতি দাদু হয়েছেন অমিত শাহ। তবে নবজাতকের মুখ ভিডিও কলেই দেখেছেন তিনি। এর পাশাপাশি মন্ত্রক থেকে দিল্লির বাস
ভবন আর লকডাউন পরিস্থিতি পর্যালোচনা, এসব কাজেই ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী।